খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, জলপাইগুড়ি: 25 টাকা কেজি দরে ক্ষুদে আম বাজারে আসতেই বিক্রি শেষ কয়েক মিনিটে। সেই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে।
বাজারে এখন ঘোরাফেরা করছে বাইরের জেলা থেকে আসা আম্রপালি আম যা কিনতে রীতিমতো ভিড়। আমের সিজিনে এই বছর ফলন বেশি হবার জন্য আমের দামে পতন হয়েছে। একদিকে সাধারণ মানুষ কম দামে আম খেতে পারলেও চাষিরা আম বিক্রি করে লাভের মুখ দেখতে পারেননি।
এইবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এখন আম্রপালি আম কিনতেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এই আমের বিশেষত্ব এর গায়ে মাংসের পরিমাণ বেশি। খেতে দারুণ মিষ্টি। দেখতে ছোট আকৃতি। লাল লাল সবুজ এই ধরনের আম কিনতেই এখন ফলের বাজারে ঘোরাফেরা করছেন আম প্রিয় মানুষরা।