জলপাইগুড়ি, ১৩ অক্টোবর : লোকালয় থেকে উদ্ধার হল এক পূর্ণবয়স্ক হরিণ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুরামারির মধ্য শালবাড়ি ভান্ডানি এলাকায়।এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান, একটি হরিণকে কয়েকজন যুবক তাড়া করছে। সেই সময় হরিণটি দৌড়ে এসে জঙ্গলু রায়ের বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তৎপরতা দেখিয়ে হরিণটিকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে নিয়ে যান এবং খবর দেন মরাঘাট রেঞ্জের বনকর্মীদের।খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীদের আশঙ্কা।
গত রবিবার ডুয়ার্স পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে একাধিক বন্যপ্রাণী নদীর জলে ভেসে যায়। সম্ভবত সেই কারণেই এই হরিণটি পথভ্রষ্ট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে বলেন এক স্থানীয় বাসিন্দা।স্থানীয়দের তৎপরতায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।