এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে মা*রধর করার অভিযোগ উঠল তারই ২ জা-এর বিরুদ্ধে

19

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বরঃ এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো শীতলকুচি বাঁশি। শীতলকুচির রথের ডাঙ্গা এলাকার এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ উঠল তারই ২ জা-এর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

জানা যায়, সন্ধ্যা দাস নামে ওই গৃহবধূকে মাঝেমধ্যেই হেনস্থা করতো তার দুই জা। আজ বাড়িতে রান্না করছিল ওই গৃহবধূ। ঠিক সেই সময় তার দুই জা সুধা রানী দাস ও টুম্পা দাস তার হাত পা বেঁধে বেধড়ক মারধর শুরু করে। এ ধরনের ঘটনাকে এলাকাবাসী ধিক্কার জানিয়েছেন।

এবিষয়ে জা টুম্পা এবং সুধারানী দাস জানায়, সে যেখানে রান্না করছিল তার পাশে একটি ধান সমেত খড়ের গাদা ছিল। সেই খড়ের গাদায় আগুন ধরে যাবে বলে মনে করে তারা।

ওই গৃহবধূ অর্থাৎ সন্ধ্যা দাসের অভিযোগ, খড়ের গাদা থেকে অনেকটা দূরে সে রান্না করছিল তখন হঠাৎ করে তার দুই জা এসে তার হাত পা বেঁধে মাটিতে ফেলে ঝাড়ু দিয়ে তাকে মারতে থাকে। সেখানে তার স্বামী উপস্থিত থাকলেও সে কোন কথা বলেনি।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে থাকে। পরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনে। স্থানীয় প্রশাসন বিষয়টি মিটিয়ে নিতে না পারায় পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি পুলিশ প্রশাসনকে, পুলিশ এসে অভিযুক্ত দুজন ও সন্ধ্যার স্বামীকে তুলে থানায় নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পরেনি।
এই বিষয়ে শীতলখুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, অভিযোগ পেলেই ঘটনার তদন্ত করবে পুলিশ।