দক্ষিণ কলকাতায় হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট! এলাকায় আতঙ্ক

89

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, কলকাতা: খাস কলকাতায় হেলে পড়ল চারতলা ফ্ল্যাট! মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল। তখনই বিপত্তি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা। পৌঁছেছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য মিতালি বন্দ্যোপাধ্যায়ও।  কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে তৈরি হয়েছিল বহুতলটি। কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটবাড়ির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই কারণে কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না।  এদিকে হাইড্রোলিক জ্যাক দিয়ে আবাসনটি উঁচু করার কাজ চলছিল। মেরামতির কাজে কাউন্সিলরের অনুমতি ছিল না বলেই খবর।

মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতেও বলেছিলেন তিনি। তারপরেও কাজ চলছিল বলে অভিযোগ। এর মাঝেই মঙ্গলবার হেলে পড়ল বাড়িটি। এ প্রসঙ্গে কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি খবর পেয়ে এসেছি। বাড়িটিতে যখন মেরামতির কাজ চলছিল, আমি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতে বলেছিলাম। আমার অফিসে এসে অনুমতি নিতে বলেছিলাম। এর মধ্যেই আবাসনটি হেলে পড়ল।”

বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবে পুরসভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে চারতলা বিল্ডিং তৈরি করা হয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “পুরনো বাড়িগুলির প্ল্যান খতিয়ে দেখা হচ্ছে। এদিন আবাসনটিতে কেউ ছিল না। কোনও হতাহত হয়নি, এটাই সৌভাগ্য।”