হলদিবাড়ি, ৬ জুলাইঃ ভারি বর্ষণেও আগুনে পুড়ে গেল একটি বাড়ি। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পয়ামারি এলাকায়। ওই ঘটনার খবর দেওয়া হয় হলদিবাড়ি থানা ও দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি ছুটে আসে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা, হলদিবাড়ি থানার পুলিশ সহ আরও অনেকে।
জানা যায়, ওই পুড়ে যাওয়া বাড়ির মালিক মহম্মদ শাহিদ আলম। তার বাড়ির একটি পাকার ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিল একজন মহিলা সহ দুটি বাচ্চা। বৃষ্টির মধ্যেও কুন্ডুলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ছুটে আসে স্থানীয়রা। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। পরে খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় ও দমকল কর্মীদের। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ঘরের ভিতর যা যাবতীয় জিনিস পত্র ছিলো সব কিছু পুড়ে যায়। জমির নথি থেকে শুরু করে টাকা সহ অন্যান্যরা যাবতীয় জিনিস পত্র। স্থানীয় বিডিও ও প্রশাসন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, এই বৃষ্টির মধ্যেও বাড়িতে আগুন লাগলো, সকলের অনুমান শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। তবে কারও কোন ক্ষয়ক্ষতি হয় নি। চিৎকার চেঁচামেচি শুনেই আমরা ছুটে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে।