ঐতিহাসিক রাসমেলা সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে

44

কোচবিহার, ১৪ অক্টোবর : রাসমেলা সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার ল্যান্স ডাউন  হলে। মঙ্গলবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক,অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের অন্যতম ঐতিহাসিক মেলা হচ্ছে কোচবিহারের রাসমেলা। রাস পূর্ণিমা থেকে শুরু হওয়া এই মেলায় প্রত্যেকদিন লাখো জনগণের আগমন হয়। মূলত এই মেলাতে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ওই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়।

জেলাশাসক জানান, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কো অর্ডিনেশন মিটিং করা হয়েছে।সূত্রের খবর, মেলা ১৫ দিন ধরে চলবে।