বিপদজনক অবস্থায় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিক্ষোভ প্রদর্শন করে গণ ডেপুটেশন এলাকাবাসীর

23

মালদা, ৫ আগস্ট : বিপদজনক অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। খসে পড়ছে চাঙ্গর। যে কোনো সময় বেহাল এই ভবন ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বড়সড় বিপদের মুখে পড়তে পারে শিশু এবং প্রসূতিরা। তারপরেও হুঁশ নেই প্রশাসনের। এই সেন্টার স্থানান্তরের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ এবং গণ ডেপুটেশন।

মঙ্গলবার মালদার বামনগোলার চাঁদপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেহাল দশার কথা মেনে নিচ্ছে প্রশাসন। জানা যায়, চাঁদপুরের টুকিপাড়া গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রের পাকা ঘর থাকলেও সেই ঘরের বেহাল দশা। দীর্ঘদিন ধরে হয়নি সংস্কার। কিন্তু তারপরও সেখান থেকেই চলছে সেন্টার।

শিশু এবং প্রসূতিদের দেওয়া হচ্ছে খাবার। যে ঘর ভেঙ্গে বড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তারপরও কেন সেখানেই সেন্টার চলছে। কেন এই সেন্টার স্থানান্তর করে ভবন সংস্কার হচ্ছে ভয় না এই নিয়ে উঠেছে প্রশ্ন? সেই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দেন স্থানীয়রা।

অন্যদিকে সিডিপিও এই বেহাল দশার কথা মেনে নিচ্ছেন। ওই সেন্টার দ্রুত স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা বিজেপির অভিযোগ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি খুব খারাপ। বেশির ভাগ জায়গায় সেন্টারের পাকা ঘর নেই। আর যেখানে আছে সেগুলোর বেহাল দশা।

গোটা রাজ্যজুড়ে একই অবস্থা। সময় আসলে মানুষ ছুড়ে ফেলবে এই সরকারকে। যদিও জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকারের সাফাই দ্রুত এই সেন্টার স্থানান্তর করে সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।