খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, শিলিগুড়ি: আগামী ২১ শে জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।
বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর অনুরোধ পেয়ে শহিদ দিবসে যোগ দিতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন পাহাড়ে শান্তি ফিরুক, সেটাই হয়েছে। দীঘদিন ধরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি। GTA নির্বাচনে জয়ের পর পাহাড়ে পঞ্চায়েত ভোটের আশ্বাস দেওয়া হয়েছিল।সেইমতো শান্তিপূর্ণভাবে পাহাড়ে ভোট হয়েছে।”