আলিপুরদুয়ার, ১৫ অক্টোবর: একের পর এক গন্ডারের সন্ধান মিলছে কোচবিহার জেলায়।এবার জেলার পুঁটিমারি এলাকা আরও একটি একশৃঙ্গ গণ্ডার উদ্ধার করেছে বন কর্মীরা।রাতেই জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে ছাড়া হয়েছে।
জলদাপাড়া বনবিভাগ সূত্রে খবর, এ নিয়ে নয়টি গণ্ডার উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছাড়া হল।এই গণ্ডার গুলো গত ৫ অক্টোবর বন্যায় অন্যত্র ভেসে গিয়েছিল।গতকালের গন্ডার নিয়ে কোচবিহার থেকে তিনটি গন্ডার উদ্ধার হল।




