ফের বিজেপিতে ভাঙন কোচবিহারে

186

কোচবিহার, ১৭ জুন: ফের বিজেপি তে ভাঙন কোচবিহারে। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ বিধানসভার মহিসকুচি ১ অঞ্চলের একমাত্র পঞ্চায়েত সদস্যা সুবাসি শিকদার সহ ১০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এমনই দাবি তৃণমূল নেতাদের। মঙ্গলবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে যোগদান করান।

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র শুনসুনি বাজার সংলগ্ন এলাকার ৫২ টি পরিবার সহ বেশ কিছু কর্মীও। তাদেরও দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেখানে যুবদের সঙ্গে আলাপ চারিতায় অংশ নেন। এবং জন সংযোগ করেন।