খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ সেপ্টেম্বর, নয়াদিল্লি: প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেন সুকন্যা।
২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত কন্যা। তারপর থেকেই বন্দি ছিলেন তিহাড় জেলে। অনুব্রতর বিপুল সম্পত্তির অধিকাংশ সুকন্যার নামেই ছিল। মানি ট্রেল খুঁজতে গিয়েও তাঁর নাম উঠে আসে। কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষকও ইডি জেরায় সুকন্যার নাম বলেছিলেন। এরপরই সুকন্যাকে তলব করেছিল ইডি।
কিন্তু কিছুই উত্তর দেননি তিনি। শুধু বলেছিলেন, সবকিছু তাঁর বাবা জানেন। এরপরই ২০২৩ সালের ২৬ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআই তাঁকে জেরা করলেও গ্রেফতার করেনি। ফলে ইডি-র মামলায় অব্যাহতি পাওয়ায়, তাঁর জেল মুক্তির ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না।
অন্যদিকে, ইতিমধ্যেই সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে ইডির মামলায় এখনও তিহাড়ে বন্দি রয়েছেন তিনি। সুকন্যার জেলমুক্তির খবরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বীরভূমে। সুকন্যার পর কেষ্টদার জামিনের আশায় এখন বুক বাঁধছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব।