‘পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক’, আরজি করে গিয়ে মন্তব্য অপর্ণা সেনের

0
32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ আগস্ট, কলকাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতায় বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিকে এই ঘটনায় মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’ করে। আর তাতে যোগ দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন অপর্ণা সেন।

শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবারের এই ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানানো হয়েছিল। শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে বিকেল চারটে নাগাদ পদযাত্রা শুরু হয়। শেষ হয় আর জি করের এমার্জেন্সি গেটে।

প্রথমে শোনা গিয়েছিল মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকারদের সঙ্গে এই পদযাত্রায় যোগ দেবেন অপর্ণা। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্ষীয়ান তারকা তা করতে পারেননি। তিনি সরাসরি গাড়িতে করে আরজি করে পৌঁছান। তবে গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

হাসপাতালের বাইরে উপস্থিত বর্ষীয়ান অভিনেত্রীকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। অপর্ণা অবশ্য কোনও প্রতিক্রিয়া না দিয়েই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ভিতরে ঢুকে যান। এরপর আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়েই পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন অপর্ণা সেন।

তিনি প্রথমেই বলেন, “কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত। আমি লজ্জিত।” এর পরই অপর্ণা বলেন, “আমাদের কতগুলি প্রশ্ন আছে। এই সিভিক ভলান্টিয়াররা কারা? তাঁদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে?… এই সিভিক ভলান্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য?

কেন এই হাসপাতালে যেখানে এমন ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হল? এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এই সব প্রশ্নের জবাব আমরা চাই। এই জবাব পাওয়ার অধিকার আমাদের আছে। আমাদের দাবি যে পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক… ছাত্রছাত্রীদের বলছি, “আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here