খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, কলকাতা: কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। বুধবার সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ ব্যবধানে। ফুটবল ইতিহাসে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে আর একধাপ দূরে রয়েছেন মেসিরা। স্পেন একমাত্র দল যারা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছে।
প্রথমবারের মতো সবাইকে চমকে দিয়েই সেমিফাইনালে উঠেছিল কানাডা। কিন্তু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অঘটন কিছুই হল না। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লিওনেল মেসি। এবারের কোপা আমেরিকায় এটাই প্রথম গোল করলেন তাঁর।
আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান আলভারেজ। ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান আলভারেজকে। দলকে এগিয়ে দেন তিনি। ৫১ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন অধিনায়ক মেসি। যদিও কানাডার ফুটবলাররা অফসাইডের দাবি জানিয়েছিলেন। যদিও রেফারি ‘ভিএআর’-এর সাহায্য নিয়ে জানিয়ে দেন গোল বৈধ।
এদিন গোল করে নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি। ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হয়েছেন তিনি। গোল করার একাধিক সুযোগ পেয়েছিল কানাডাও। কিন্তু অভিজ্ঞতা এবং ফিনিশিংয়ের অভাবে সফল হয়নি তারা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পথেও তাঁরা।