রাজ্যস্তরে খেলতে যাচ্ছে শীতলকুচির ছোট্ট খুদে অর্ঘ্যদীপ বর্মন,খুশির জোয়ার এলাকায়

94

শীতলকুচি, ৯ ফেব্রুয়ারিঃ অর্ঘ্যদীপ শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গদাইখোরা খানুয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা। সে বর্তমানে বড় গদাইখোরা খানুয়ার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই সে যোগ ব্যায়াম করতে ভালোবাসে। অর্ঘ্যদীপের বাবা কৃষ্ণ কমল বর্মন পেশায় ফুড সাপ্লাই অফিসে কর্মরত, অপরদিকে মা শিপ্রা চক্রবর্তী পেশায় গৃহবধূ। ছোটবেলা থেকেই বাবা-মায়ের ইচ্ছে ছেলেকে মানুষের মত মানুষ করা। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই যে চারটি স্তর পার করবে সেটা কখনো কল্পনাই করতে পারেনি অর্ঘ্যদীপের বাবা-মা।

অর্ঘ্যদীপের মা জানায়,ইউটিউব দেখে তাকে শিখিয়েছি! কারণ যোগ ব্যায়াম শেখানোর জন্য মাথাভাঙ্গা বা কোচবিহারে যেতে হয় আর এরকম প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াত খুব অসুবিধা! তবুও যে প্রশিক্ষণ ছাড়াই বাড়িতে শিখেই অর্ঘ্যদীপ রাজ্যস্তরে যাবে এটা কখনো কল্পনায় করতে পারেনি তারা।

শনিবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,মাদ্রাসা প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র-ছাত্রীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ জেলা পর্যায়ে ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর জেলা স্তরের খেলা গতকাল অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি সিতাইয়ে সম্পন্ন হয়েছে। সিতাইয়ে জেলা স্তরের খেলায় প্রথম হয়ে রাজ্যস্তরে যোগব্যায়াম খেলায় অংশ নিতে যাচ্ছে অর্ঘ্যদীপ। জেলা স্তরের খেলা শেষ করে বাড়িতে ফিরতেই অর্ঘ্যদীপকে বরণ করে নেয় তার পরিবারের সদস্যরা। পাশাপাশি এলাকার মানুষ জনেরাও ছুটে আসে। সকলের কথায় অর্ঘ্যদীপ আরও এগিয়ে যাক এই কামনাই করে সকলেই। অনেকেই তাকে এদিন সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি মিষ্টিমুখ করান। আগামী দিনের ভবিষ্যৎ অর্ঘ্যদীপ এমনটাই বলেন সকলে।

অর্ঘ্যদীপের বাবা কৃষ্ণ কমল বর্মন বলেন,অর্ঘ্যদীপ শুধু খেলাধুলা নয় পড়াশুনা,আর্টেও দক্ষ। বিগত দিনে হয়ে যাওয়া বৃত্তি পরীক্ষায় এ গ্রেড পেয়েছিল অর্ঘ্যদীপ। আগামী দিনে বড় হয়ে উঠুক অর্ঘ্যদীপ এই কামনাই করে তার বাবা।

অন্যদিকে,অর্ঘ্যদীপের জেঠু শ্যামল চন্দ্র বর্মন, জেঠিমনি দেবশ্রী বর্মন,ঠাকুরদা লক্ষীকান্ত বর্মন বলেন, আমরা ভাবিনি এরকম প্রত্যন্ত এলাকা থেকে কোন প্রশিক্ষণ ছাড়াই সে চারটি লেবেল অতিক্রম করে রাজ্যস্তরে খেলতে যাচ্ছে! আমরা চাই পরবর্তী সময়ে সে দেশের হয়ে খেলুক! তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক এই কামনাই করে সকলে!