খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, মুম্বই: সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বলিউডে ফের অঘটন। ছাদের চাঙড় ভেঙে গুরুতর জখম অর্জুন কপূর। অর্জুন ও ভূমি পেডনেকর মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাঁদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের চাঙড়।
অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজ়িজ়। তবে সৌভাগ্যবশত কারও জখম গুরুতর নয়। জানা যাচ্ছে পুরনো হলের মধ্যে গানের আওয়াজের তীব্র কম্পনের কারণেই ছাদ ভেঙে পড়েছিল।
ঘটনা প্রসঙ্গে কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে, গোটা ছাদটা ভেঙে পড়েনি। তাহলে আরও বড়সড়ো বিপদ ঘটতে পারত।’ ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর অশোক দুবে বলেন, ‘যে বাড়িটিতে শুটিং হচ্ছিল তা অনেকটাই পুরোনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছুদিন ধরে টানা শুটিংয়ের সময় লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি’।