স্ত্রী-কন্যার গলা কেটে খুন! পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী

0
15

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ অগাস্ট, দমদমঃ স্ত্রী ও মেয়েকে খুন করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনাকর্মী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮)। শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এদিন সেই বাড়ি থেকে গৌতমের স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং মেয়ে দিশার রক্তাক্ত দেহও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী-মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৌতম।

জানা গেছে, এদিন সকালে মধ্যমগ্রাম স্টেশনে হাবড়া লোকালের সামনে ঝাঁপ দেন প্রাক্তন সেনাকর্মী গৌতম। ট্রেনের ধাক্কায় দু’‌টুকরো হয়ে যায় তাঁর দেহ। পুলিশ দেহ উদ্ধার করে বাড়ির খোঁজ শুরু করে। এরপর দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জীবন ধর রোডের বহুতলের ফ্ল্যাটে পৌঁছতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ওই সেনাকর্মীর স্ত্রী ও মেয়ের দেহ পড়ে রয়েছে। পাশে সবজি কাটার ছুরিও পড়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে মেয়ে ও স্ত্রীকে খুন করেন গৌতম। তার পর ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল না হওয়ায় ফ্ল্যাটে তালা দিয়ে তিনি ট্রেন ধরে মধ্যমগ্রামে আসেন। সেখানে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। মানসিক অবসাদের জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। প্রাক্তন সেনাকর্মীর ঘর থেকে মিলেছে অনেক ওষুধ ও মদের বোতল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here