কোচবিহারে হিপ্পির হাত ধরে বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় ১০০ কর্মী যোগদিল তৃণমূলের

233

কোচবিহার, ১৫ জানুয়ারিঃ ফের বিজেপি কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ও তার আশাপাশ অঞ্চলের বিভিন্ন দায়িত্বে থাকা প্রায় ১০০ জনের বিজেপি ও সিপিআইএমের কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নিউটাউন কার্যালয়ে তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এদিন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের আসা এক কর্মী জানান, দীর্ঘ দিন ধরে বিজেপি করছি। কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিজেপি বিধায়ক হওয়া স্বত্বেও এলাকায় কোন উন্নয়ন নেই। নিজেদের মধ্যে গোষ্টিকোন্দল তৈরি করে চলেছে বিজেপি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং কলেজ জীবনের এক সাথে রাজনীতি করেছি বর্তমান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে দেখে অনুপ্রাণিত হয়ে আজ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। আগামী দিনে কলেজ জীবনের মতো বর্তমান রাজনীতিতে অভিজিৎ দার সাথে এক ছাতার তলে আসতে পেরে ভালো লাগছে বলে জানান তিনি।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, আজ কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত প্রায় এক শতাধিক বিজেপি ও সিপিআইএম কর্মী যোগ দেন তৃনমূলে। যারা মনে করছেন তৃণমূল কংগ্রেস দলটি করলে বা ভোট দিলে হিন্দুত্ব চলে যায়। যাদেরকে এতদিন বোঝানো হয়েছিল বিজেপি করলেই একমাত্র হিন্দুত্ব বাঁচে। বিজেপিকে ভোট দিলেই একমাত্র হিন্দু হওয়া যায়। এই ধারণাটা ভুল বুঝতে পেরেই বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে। আজকের এই যোগদানের ফলে দক্ষিণ বিধানসভা ও কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃনমূলের শক্তি বৃদ্ধি পেল। ২০২৬ সালের বিধানসভায় এর প্রভাব গিয়ে পড়বে বিজেপিতে। আমাদের লক্ষ্য আগামী ২৬-এর বিধানসভায় কোচবিহার জেলা থেকে বিজেপিকে রাজনৈতিক নিশ্চিহ্ন করা বলে জানান তিনি।