খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, মুম্বইঃ স্টুডিও থেকে উদ্ধার হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, বুধবার সকালে করজাটের এন ডি স্টুডিয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
প্রায় দু’দশকের বেশি সময় ধরে তিনি বলিউডের বহু উল্লেখযোগ্য ছবিতে শিল্প নির্দেশনার কাজ করেছেন। তার মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২:আ লাভ স্টোরি’, রাজকুমার হিরানির ‘লাগে রহো মুন্নাভাই’, আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’, অস্কার পুরস্কার পাওয়া ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর মত আরও অনেক ছবি। নিজের কাজের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন নীতিন।
যে স্টুডিও থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেটির মালিক তিনি নিজেই। ২০০৫ সালে মুম্বই থেকে প্রায় ৯০ মিনিটের দূরত্বে ৫২ একর জায়গা নিয়ে এই স্টুডিয়োটি তৈরি করেন। শুধু শিল্প নির্দেশনাই নয়, বেশ কিছু ছবি ও সিরিয়াল প্রযোজনা করেছেন তিনি।
এদিন খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, আর্থিক সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।