খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বরঃ বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে যাওয়ায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ক্রিকেট প্রেমী। ঘটনাটি বাঁকুড়ার বেলিয়াতোড় টেশন পাড়ার। রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল বিশ্বকাপ খেলা ছিল সেই খেলা দেখতে মেতে উঠেছিল সকলে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়। সেই দুঃখ-কষ্ট, সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ২৩ বছরের রাহুল লোহার নামের এক যুবক।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে খেলা দেখে তার নিজের বাড়িতে আসে রাহুল। সেই সময় বাড়িতে কেউ ছিল না। হঠাৎ পরিবার সহ পাড়ার বন্ধু-বান্ধব খবর পেয়ে ছুটে যায় তার বাড়িতে সেখানে সবাই গিয়ে দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ওই ক্রিকেট প্রেমিক রাহুল। তড়িঘড়ি পাড়া-প্রতিবেশীরা রাহুলকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ এবং কি করে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে।রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।