কাজে আসল না আফগানদের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জিতে সুপার ফোরে শ্রীলঙ্কা

10

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ কাজে আসল না আফগানদের লড়াই। রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল আফগানিস্তান। সুপার ফোরে যাওয়ার জন্য ৩৭.১ ওভারে ২৯২ রান করতে হত আফগানিস্তানকে। তাহলেই শ্রীলঙ্কাকে নেট রান রেটে টপকে সুপার ফোরে চলে যেতেন রশিদ খানেরা। কিন্তু লড়াই করেও পারলেন না তাঁরা।

৩৭.১ ওভারের পর তাঁদের রান দাঁড়ায় ৯ উইকেটে ২৮৯ রান। ৩৭.৪ ওভারে ২৮৯ রানেই শেষ হয়ে গেল আফগানদের ইনিংস। ৩৭.৪ ওভারে ২৯৫ রান তুলতে পারলেও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই নিয়ম জানতেন না রশিদ খানেরা। ফলে ৩৭.১ ওভারে ২৯২ রান তুলতে না পারার পর আর চেষ্টাই করেননি তাঁরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ৮ উইকেটে ২৯১ রান তোলে তারা। দুই ওপেনার পাথুম নিশঙ্ক এবং দিমুথ করুণারত্নে হ করেন যথাক্রমে ৪১ এবং ৩২ রান। তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস ৮৪ বলে ৯২ রান করেন। এছাড়াও রান পেয়েছেন চরিথ আশালঙ্কা (৩৬), মাহিশ থিকশানা (২৮) এবং দুনিথ ওয়েল্লাগে (অপরাজিত ৩৩)।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সফলতম গুলবাদিন নবি। তিনি ৪ উইকেট নিলেও খরচ করলেন ৬০ রান। রশিদ ২ উইকেট নিলেন ৬৩ রান দিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানেই ৩ উইকেট চলে যায় আফগানদের। এর পর গুলবাদিন নায়েব (১৬ বলে ২২), রহমত শাহ (৪০ বলে ৪৫), হসমতুল্লা শাহিদিরা (৬৬ বলে ৫৯) দলের ইনিংসকে স্থিতি দেন। এর পর ম্যাচের রং বদলাতে শুরু করে প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবির ব্যাটে। ৩২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। করিম জনত করেন ১৩ বলে ২২ রান।

নাজিবুল্লাহ জ়াদরান করেন ১৫ বলে ২৩ রান। শেষ পর্যন্ত ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন রশিদ। শেষ দুই ব্যাটারের ব্যর্থতায় কাছাকাছি পৌঁছেও জিততে পারলেন না তাঁরা। ১০ বলে প্রয়োজন ছিল ১৬ রানের। হাতে ছিল তিন উইকেট। তবে পরপর উইকেট হারিয়ে শেষমেশ ৩৭.৪ ওভারে ২৮৯ রানেই অল আউট হয়ে গেল আফগানরা। দুই রানে জয় পেল শ্রীলঙ্কা।