জাপানকে ৫ গোলে উড়িয়ে এশীয় হকির ফাইনালে ভারত

64

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্টঃ জাপানকে ৫ গোলে উড়িয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। লিগের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার জাপানকে হারিয়ে ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারতীয় হকি দল। শুক্রবারের ম্যাচ শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারতীয় দল। যদিও প্রথম কোয়ার্টারে একটি গোলও করতে পারেননি তাঁরা।

ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল করেন আকাশদীপ। ২ মিনিট পর অধিনায়ক হরমনপ্রীতের স্টিক থেকে গোল হয়। ২৯ মিনিটের মাথায় ভারত তাদের তৃতীয় গোল করে ফেলে।

হাফটাইমে ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে যান মনপ্রীতরা। ম্যাচের ৩৮ মিনিট ও ৫১ মিনিটে গোল আসে ভারতের ঘরে। ম্যাচ শেষের বাঁশি বাজার আগেই ৫-০ গোলে এগিয়ে যাওয়া ভারতকে গোল শোধ করতে পারেনি জাপান। শনিবার হরমনপ্রীতরা বাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবেন।