মালদা, ১৪ অক্টোবরঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ও মৃত কংগ্রেস কর্মী তথা আইনজীবীর পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলবার মালদা সফরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দিনের কর্মসূচি শুরু হয় কোতোয়ালি ভবনে প্রয়াত ও সংসদ চৌধুরীর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। সেখান থেকে তিনি পৌঁছান কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে, যেখানে সাংবাদিক সম্মেলনে দলীয় অবস্থান ও আগামীর রণকৌশল তুলে ধরেন।
উত্তরবঙ্গের বন্যা ও ভাঙন পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানান তিনি। তাঁর মতে, মানুষের দুর্দশা অবহেলিত হচ্ছে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত অবিলম্বে কার্যকর ভূমিকা নেওয়া। নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের পবিত্রতা আজ প্রশ্নের মুখে। ভোটারদের সচেতন হতে হবে, কারণ ভয়ঙ্কর খেলায় নামতে চলেছে বিজেপি।”
এসআইআর ও বিএলও-র ভূমিকা নিয়ে তিনি তীব্র আক্রমণ করেন শাসক দল ও বিজেপিকে উদ্দেশ্য করে। শুভঙ্কর সরকারের অভিযোগ, প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি ভোটের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়, তবে পথে নেমে আন্দোলন করবে কংগ্রেস।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীসহ জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ সভাপতির এই সফর আসন্ন নির্বাচনে কর্মীদের উজ্জীবিত করবে বলেই মনে করছে সংগঠনের মহল। কংগ্রেসের বার্তা স্পষ্ট—জনগণের স্বার্থে লড়াই চলবে মাঠে-ময়দানে।