খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, চেন্নাই: তামিলনাড়ুতে শুরু হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু উৎসব। আর এই ষাঁড় মানুষের লড়াইয়ে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে এক দিনে মৃত্যু হল সাত জনের। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি। শুধু তা-ই নয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি ষাঁড়েরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
অত্যন্ত বিপজ্জনক ‘জাল্লিকাট্টু’। অতীতে একাধিক মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে। সেই ভয়ানক ঘটনার স্মৃতি আরও একবার ফিরল নতুন বছরে। জানা গিয়েছে মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে প্রতিযোগিতার সময় ষাঁড়ের গুঁতোয় আহত হন এক দর্শক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিবগঙ্গায় মৃত্যু হয়েছে এক দর্শক, ষাঁড়ের মালিক এবং একটি ষাঁড়ের।
অন্য দিকে, কারুরে বছর ছেষট্টির এক দর্শক ষাঁড়ের গুঁতোয় বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়াও পৃথক পৃথক ঘটনায় পুডুকোট্টাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, জাল্লিকাট্টু ‘এরুথাঝুভুথাল’ নামেও পরিচিত।
তামিলনাড়ুতে ফসল কাটার উৎসব পোঙ্গলের অংশ হিসেবে ষাঁড়-মানুষের খেলা দেখা যায়। যা দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে বিপুল জনপ্রিয়। পাশাপাশি মহারাষ্ট্রেও এই খেলার প্রচলন রয়েছে। তিন রাজ্যেই আইনত বৈধ জাল্লিকাট্টু। যদিও প্রাণী হিংসার অভিযোগ এনে শীর্ষ আদালতে মামলা করছিল করেছিল প্রাণী অধিকার সংগঠন পেটা (PETA)। কিন্তু এই প্রথাকে বৈধ বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট।