লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, গভীর খাদে পড়ল সেনার গাড়ি, মৃত ৯

34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, নয়াদিল্লিঃ লাদাখে গভীর খাদে গড়িয়ে পড়ল ভারতীয় সেনার গাড়ি। ঘটনায় ৯ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজনকে। লাদাখের নয়মা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গেছে, শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে লাদাখের রাজধানী লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কিয়ারিতে। সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল। সেখানেই কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে সেনার গাড়ি।

ওই গাড়িতে জওয়ান এভং আধিকারিক মিলে দশজন ছিলেন বলে খবর মিলেছে। ৯ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে।
ঠিক কেন দুর্ঘটনা, নেপথ্যে কোনও অন্তর্ঘাত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সেনার তরফে।