রাত হলেই স্কুলে বসে মদ ও জুয়ার আসর,ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

70

মাথাভাঙ্গা, ২০ আগস্টঃ স্কুল তো নয় যেনো মদের আসর! বিদ্যালয় ছুটি হলেই অন্ধকার ঘনিয়ে আসতেই বসে মদ ও জুয়ার আসর। শুধু তাই নয় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে বিদ্যালয়ের মাঠে। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকেরও। ঘটনাটি মাথাভাঙ্গা ১নং ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের আঙ্গারমনি চতুর্থ পর্যায় জুনিয়র স্কুলের।

স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলের সামনে দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মদের বোতল। অভিযোগ গভীর রাতে সমাজ বিরোধীরা এখানে প্রায়শই নেশার আসর বসায়। এভাবে প্রতিনিয়ত স্কুলে মদের আসর বসানোর ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলে পড়ুয়ারা এসে মদের বোতল দেখছেন এর ফলে তাদের মধ্যে খারাপ প্রভাব পড়ছে। তারা বলেন,আমরা চাই পুলিশ রাতে টহলদারি চালাক তাহলে মদের আসর বন্ধ হবে।

এদিন এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সমাজবিরোধীরা স্কুলে মদের আসর বসাচ্ছে এরফলে স্কুলে পড়াশুনার পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্র ছাত্রীদের মধ্যে কুপ্রভাব পড়ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে এনেছেন পাশাপাশি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।