খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, তুফানগঞ্জঃ প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত মারুগঞ্জ এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। এ বিষয়ে তুফানগঞ্জ ১ নং ব্লক সভাপতি মনোজ বর্মন বলেন, “ভিত্তিহীন অভিযোগ। প্রচারের আলোয় আসার জন্য মিথ্যে নাটক করছে বিজেপি।”
প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
Date:
Share post: