খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা জেলা পরিষদের নয় নম্বরের বিজেপি প্রার্থী বৃহন্নলা সম্প্রদায়ের পিংকি বর্মনের ওপর হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। পিংকির বাড়ি মাথাভাঙ্গা এক নং ব্লকের বৈরীহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়িতে। এদিন মাথাভাঙ্গা থানায় উপস্থিত হয়ে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন পিংকি। অভিযোগ, বুধবার কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে গিয়ে পিংকির উপর হামলা চালায়। দুষ্কৃতীরা বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার পর্যন্ত হুমকি দিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
মাথাভাঙ্গায় বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের
Date:
Share post: