খগেন মুর্মুদের উপর হামলা: আরও এক গ্রেপ্তার, মোট অভিযুক্ত ৫ জন পুলিশি হেপাজতে

40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অক্টোবরঃ নাগরাকাটা থানার পুলিশ খগেন মুর্মু ও শংকর ঘোষের উপর হামলার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম এতোয়া ওরাওঁ। সুলকাপাড়ার খয়েরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে। এর ফলে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫-এ।

ঘটনাটি ঘটে বামনডাঙ্গায়, যেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। সেখানে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন এবং হঠাৎই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। লাঠি, জুতো, এমনকি নদী থেকে পাথর তুলে তাঁদের উপর হামলা চালানো হয়। খগেন মুর্মুর মাথায় গুরুতর চোট লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে। শংকর ঘোষও আঘাতপ্রাপ্ত হন। পরে দুজনকেই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খগেন মুর্মু চিকিৎসাধীন থাকলেও শংকর ঘোষকে ছুটি দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় সোমবার বিজেপির পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এর পরপরই বুধবার পুলিশ গ্রেপ্তার করে প্রথমে এক্রামুল হক ও গোবিন্দ শর্মাকে। এরপর ভোরে আরও দুজন শাহানুর আলম ও তোফায়েল হোসেন গ্রেফতার হয়। আজ তাঁদের জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

সর্বশেষ ধৃত এতোয়া ওরাওঁকে আগামীকাল আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার আরও অভিযুক্তদের সনাক্ত করতে ভিডিও ও মোবাইল ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার তদন্তে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং রাজনৈতিক মহলেও উত্তেজনা তুঙ্গে। বিজেপি দাবি করেছে, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা, অন্যদিকে প্রশাসন বলছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।