খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, শিলিগুড়ি: শিলিগুড়ির ২৪নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির উপর চাকু দিয়ে হামলা করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি হয়। আহত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নাম জয়ব্রত মুকুটি। তিনি উত্তর ভারতনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল রাতে শিলিগুড়ির সেভক রোডে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ সেই সময় আরো বেশ কয়েকজন এসে তাকে ঘিরে ধরে ও তাদেরই মধ্যে একজন চাকু দিয়ে তার পেটে আঘাত করে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
অন্যদিকে রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী।এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে কী থেকে এই বচসা তা এখনো স্পষ্ট নয়।