খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, জলপাইগুড়ি: তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠল নির্দল সমর্থকের বিরুদ্ধে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চয়েতের বালাপাড়া এলাকার ঘটনা। জখম তৃণমূল কর্মীর নাম জাহাঙ্গির আলম।
জানা গিয়েছে, বুধবার বিকেলে গ্রামে নিজের বাড়ির সামনে বসেছিলেন জাহাঙ্গির। অভিযোগ, সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। জাহাঙ্গিরের পেটে ছুরি মারা হয়েছে বলে অভিযোগ। আহতকে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল।