খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, দার্জিলিং: বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ রাজু বিস্ট। শুধু তাই নয় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সাংসদের।
প্রসঙ্গত প্রতিনিয়ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন সাংসদ রাজু বিস্ট ও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ তামাং জিম্বা সহ জোটের প্রতিনিধি দল। একইভাবে শুক্রবার দার্জিলিংয়ের পোখরেবং এলাকায় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন সাংসদ সহ বিজেপি নেতারা। গতকাল দুপুরে পোখরেবং বাজারের কাছে স্থানীয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের কর্মী সমর্থকরা রাজু বিস্ট ও বিধায়ক নীরজ তামাং জিম্বার গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে সাংসদের সাথে থাকা নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের হটিয়ে দেন। পরে সাংসদ বিধায়ককে উদ্দেশ্য করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ থেকে অবিলম্বে পাহাড়ে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি তোলা হয়।
তবে এই ঘটনায় নিরাপত্তারহীনতার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন সাংসদ রাজু বিস্তা। শুক্রবার বিকেলে দার্জিলিংয়ের নাগরী আউট পোস্টে তিনি সমস্ত বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।