খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, মালদা: এক মহিলাকে জমিতে কাজ করার সময় ধর্ষণের চেষ্টা। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই এলাকাবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত খয়ের তলায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে চাষের জমিতে লঙ্কা তুলতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময়ই অভিযুক্ত রুমাল দিয়ে ওই মহিলার মুখ বন্ধ করে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় কিছু যুবক এই ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে হাতনাতে ধরে। তারপরেই অভিযুক্তকে গণধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।