হজরতপুর রেল সাইডিং এলাকায় রেললাইন বার চুরির চেষ্টা ব্যর্থ, গ্যাস সিলিন্ডার ও বহু লোহার বার উদ্ধার

14

পশ্চিম বর্ধমান, ২৩ জুলাইঃ রেলওয়ের মূল্যবান লোহার বার চুরি রোধে বড়সড় সাফল্য পেল কাঁকরতলা থানার পুলিশ। পুলিশের তৎপর অভিযানে চুরি যাওয়ার আগেই উদ্ধার করা হয়েছে রেলওয়ে লাইন কেটে নেওয়া প্রায় ১০০ ফুট লোহার বার এবং একটি কয়লা ভর্তি মোটর সাইকেল।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকরতলা থানার ওসি গোপন সূত্রে খবর পেয়ে হজরতপুর রেল সাইডিং সংলগ্ন এলাকায় পুলিশ মোবাইল ভ্যান পাঠান। অভিযান শুরু হতেই দুষ্কৃতীরা গা ঢাকা দেয়, তবে ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় বিভিন্ন সাইজের ১৫টি রেলওয়ে লাইন বার যার মধ্যে কিছু ছিল ৪০ ফুট পর্যন্ত লম্বা। এই রেললাইন বারগুলি মূলত হজরতপুর রেলওয়ে হল্ট সংলগ্ন পাণ্ডবেশ্বর রুট থেকে অবৈধভাবে কেটে নেওয়া হয়েছে, বলে পুলিশের প্রাথমিক অনুমান।

অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে কাঁকরতলা থানার পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে হজরতপুর রেল কোল সাইডিং এলাকা থেকে একটি কয়লা ভর্তি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডার-ও উদ্ধার হয়েছে, যা রেললাইন কাটার কাজে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কাঁকরতলা থানার পুলিশ আগাম গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেল সম্পত্তি চুরির একটি বড় ষড়যন্ত্র রুখে দিয়েছে। পুলিশের উপস্থিতির কারণে দুষ্কৃতীরা চুরি সম্পূর্ণ করতে না পেরে পালিয়ে যায়।

স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন। এলাকায় চুরি ও অবৈধ পাচারের মতো অপরাধ রোধে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও সূত্রের খবর।