ফাইনালে টসে জিতল অস্ট্রেলিয়া, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক কামিন্সের

22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ নভেম্বর, আহমেদাবাদঃ গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অজি অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। জানালেন, শিশিরে রাতের দিকে বল করা কঠিন হবে। তাই ভারতকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে জল্পনার শেষ নেই।

সেই সঙ্গে চর্চা চলছিল, টস জিতলে কী করা উচিত। অনেকে বলছিলেন, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে টস জিতে ব্যাটিং করে নেওয়া উচিত। কিন্তু কামিন্স এর ভাবনা অন্যরকম। যদিও রোহিত জানালেন, তিনি টস জিতলে ব্যাটিংই করতেন। ফাইনালে দলে কোনও বদল করেনি টিম ইন্ডিয়া।

২০ বছর পর ফের ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে খেলছে। ২০০৩ সালে ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। মাঝে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জিতে নেন। ফের একবার ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার।