বিশ্বকাপ ট্রফিতে পা মিচেল মার্শের, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়

0
176

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, আহমেদাবাদঃ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে রোহিতদের ৷ বিশ্বকাপ ফাইনালে ভারতের হার মেনে নিতে পারছে না দেশবাসী। তবে তার মধ্যেই সোমবার সকাল থেকে সোশাল মিডিয়ায় শুরু হল অন্য বিতর্ক ৷ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, অজি ব্যাটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন! আর তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস ৷

এই ছবি অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স তাঁর ইনস্টায় স্টোরিতে দিয়েছেন এবং মিচেল মার্শকে ট্যাগও করেছেন ৷ এর পাশাপাশি অজি ব্যাটার মিচেল মার্শও তাঁর ইনস্টা স্টোরিতে বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রাখার ছবিটি দিয়েছেন। এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা। ট্রফির প্রতি একটা আলাদা আবেগ, আলাদা মর্যাদা থাকে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিয়োনেল মেসি। কাছ ছাড়া করতে চাননি।

সেই ট্রফির উপর দু’পা তুলে দিলেন মার্শ। মার্শের এই কাজের পরে সমাজমাধ্যমে তাঁর সমালোচনা শুরু হয়েছে। নিন্দারও ঝড় উঠেছে। নেটিজেনরা মার্শকে খোঁচা দিতে ছাড়েননি। তাঁদের একাংশ লিখেছেন, ‘আপনি তো নিজের জোরে বিশ্বকাপ জেতেননি। তাহলে ট্রফির উপর পা রেখে দাদাগিরি কেন?’ ক্রিকেটের পাশাপাশি শালীনতা শিখতেও তাঁকে পরামর্শ দিয়েছেন অনেকে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই ছবিটি শুধুমাত্রই অহঙ্কারকে প্রতিফলিত করছে।’

বিশ্বকাপ ফাইনালের আগেও মার্শ ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। তাঁরা প্রথমে ব্যাট করে ৪২০ রান করবেন। তার পর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পর সমালোচকদের একহাত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এক্স হ্যান্ডেলে অজি ব্যাটার লেখেন, “আপনারা কেউ আশা করেছিলেন নাকি যে অস্ট্রেলিয়া জিতবে? কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। কাম অন অস্ট্রেলিয়া। দুই ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here