দিনহাটা, ১৬ অক্টোবর : বৈধ পারমিট ছাড়াই রাস্তায় ইলেকট্রিক অটো চলাচলের প্রতিবাদে ডিজেল চালিত অটোচালকরা বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেছেন।এদিন দিনহাটার বুড়িরহাট চৌপথিতে ডিজেল অটো সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে এই বিক্ষোভ করা হয়।পরে পুলিশের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করা হয়।
ডিজেল চালিত অটোচালকদের অভিযোগ, দিনহাটা শালমারা ফিক্সড পারমিট রুটে বৈধ পারমিটবিহীন ইলেকট্রিক অটো চলাচল করছে। এর ফলে তাদের উপার্জন মারাত্মকভাবে কমে গেছে।তারা প্রশ্ন তোলেন, “আমরা সরকারকে বৈধভাবে ট্যাক্স দিচ্ছি, অথচ যাদের কোনো বৈধ পারমিট নেই, তারা কীভাবে এই রুটে ইলেকট্রিক অটো চালাচ্ছে?”
বিক্ষোভকারী চালকরা আরও জানান, বৈধ নথিপত্র ও পারমিট ছাড়াই ইলেকট্রিক অটো চলাচল করায় তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এই সমস্যার সমাধান চেয়ে তারা শালমারা রোডে যাত্রীবাহী ডিজেল চালিত অটোগুলোকে বুড়িরহাট চৌপথিতে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান।
খবর পেয়ে, নাজিরহাট ক্যাম্পের পুলিশ প্রায় দুঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ডিজেল অটোচালকরা সাময়িকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করেন।




