খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, কলকাতা: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। সভাপতি পদে তিনি হারলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরীর কাছে। নির্বাচনে মাত্র ২০টি ভোট পেয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ৪৫টি ভোট পেয়ে সভাপতি পদে জয়ী চন্দন রায়চৌধুরী।
চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে যথেষ্টই উন্মাদনা ছিল। বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে। সেই পদে মুখ্যমন্ত্রীর দাদা ও ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল গোটা ময়দান । দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না-থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে অব্যহত।
ভাবা গিয়েছিল, এবারে যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় নেই, সেক্ষেত্রে বাবুন বন্দ্যোপাধ্যায়ের জয় সহজ হবে। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় গোটা পরিস্থিতি। বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন ওয়েট লিফটিং কর্তা চন্দন রায়চৌধুরী। শেষ হাসি হাসলেন তিনিই।
ক’দিন আগেই হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে বড়সড় রদবদল দেখতে পাওয়া গিয়েছিল। বাবুনকে এই পদ থেকেও সরানো হয়। তাঁর জায়গায় বসানো হয় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে।এবার অলিম্পিক সংস্থার শীর্ষপদও হারাতে হল বাবুনকে। যদিও এখনও তিনি যুক্ত মোহনবাগানের সঙ্গে।