লোকাল ট্রেনেই আইবুড়ো ভাত, ১৯ রকম পদে হবু বরকে খাওয়ালেন সহযাত্রীরা

102

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ ডিসেম্বর, কলকাতাঃ লোকাল ট্রেনেই হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ালেন সহযাত্রীরা। শনিবার সকাল ৯টা ৩২ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারকেশ্বর লোকাল। চলন্ত ট্রেনে হঠাৎই ভেসে এলে উলুধ্বনি, সানাইয়ের সুর। পাশের কামরায় থাকা যাত্রীরা উঁকি দিয়ে দেখেন, চলন্ত ট্রেনে খাওয়ানো হচ্ছে এক যুবককে। আর ট্রেনের কামরা সাজানো হয়েছে ফুল–বেলুন দিয়ে। এই অভিনব আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল চলন্ত ট্রেনে।

ধুতি–পাঞ্জাবি পরা সেই যুবকের নাম অতনু শাসমল। বাহিরখন্ডের বাসিন্দা অতনু শাসমলের বিয়ে আগামী ১৫ ডিসেম্বর। তাই চলন্ত ট্রেনে অভিনব আঙ্গিকে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর সহযাত্রী বন্ধুরা। ডাউন তারকেশ্বর–হাওড়া লোকালে তা দেখলেন অন্যরা। মাছ, মাংস, মিষ্টি–সহ ১৯ রকমের পদ রান্না করে নিয়ে এসেছিলেন বন্ধুরা। ধুতি–পাঞ্জাবি পরিয়ে থালা সাজিয়ে বন্ধুকে খাওয়ান তাঁরা। এমন আইবুড়ো ভাত দেখে খুশি ট্রেনের বাকি যাত্রীরা।

নিত্যদিন যাতায়াতা করতে করতে এক আলাদা আত্মীয়তা তৈরি হয়েছে তাঁদের মধ্যেও। পরিবারের বাইরে যেন এক আলাদা পরিবার। এভাবেই বাহিরখণ্ডের অতনু শাসমলের বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনের পিন্টু, সঞ্জয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক–সহ অনেক যাত্রীদের। সেই বন্ধুরা মিলেই অতনুর জন্য বিয়ে সারপ্রাইজ গিফট দেবেন বলে ঠিক করেছিলেন।

পিন্টু দে জানান, ”এ বিষয়ে অতনু আগে থেকে কিছুই জানতেন না। আমরা বন্ধুরা সকলে মিলে এরকম একটা সারপ্রাইজ গিফট দিয়েছি।” বন্ধুদের এই উপহারে অতনু জানান, ”আমার মুখে ভাষা নেই। এই উপহারে খুব খুশি। এই ভাবে আমার আইবুড়ো ভাত হবে কল্পনা করতে পারিনি।” আগামী ১৬ ডিসেম্বর অতনু শাসমলের বিয়ে হরিপাল নিবাসী পাত্রীর সঙ্গে। বিয়েতে ট্রেনের বন্ধুদেরও নিমন্ত্রণ করেছেন অতনু। আর এবার তাই বন্ধুকে সারপ্রাইজ দিয়ে ট্রেনেই করা হল আইবুড়ো ভাতের আয়োজন।