খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, কলকাতা: বুধবার নতুন করে রাজ্যকে ইমেল পাঠিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। যার অর্থ এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তাঁরা। এ ব্যাপারে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি তাঁদের কাজে ফেরার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টেও জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে।’
পাশাপাশি তিনি আরও বলেন, ‘সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া। ’
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এরপর লেখেন, ‘সদিচ্ছার ইঙ্গিত হিসাবে, ডাক্তারদের এবার ধর্মঘট বন্ধ করার কথা বিবেচনা করা উচিত। এবং জনগণের সেবা করার জন্য রাজ্য সরকারের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ শুরু করা উচিত তাঁদের। এই পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করা নিশ্চিত করার জন্য টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে খতিয়ে দেখা উচিত।’