খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, ভাতার:
ভোটকেন্দ্রের অদূরে ঝোপ থেকে উদ্ধার হল ব্যালট পেপার। শনিবার পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। এদিন ভাতারের ভোটকেন্দ্রের পেছনে ঝোপ থেকে বেশকিছু ব্যালট পেপার উদ্ধার হয়। জানা গেছে, সেগুলি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পৃথক পৃথক ব্যালট ছিল।
সিপিএমের দাবি, সমস্ত ব্যালটে তাদের প্রতীকেই ছাপ রয়েছে। সিপিএমের অভিযোগ, শাসকদল ওই ব্যালটগুলি সরিয়ে দিয়েছিল। জানা গিয়েছে, আয়মাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের ১৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ হয়েছিল। এই বুথে গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জোৎস্না বেগম। সিপিএমের প্রার্থী ছিলেন হাসনাবিবি শেখ। প্রশাসন সূত্রে খবর, এই বুথে মোট ভোটার ৮৪৯ জন। ভোট পড়েছিল ৫২০ টি। ভোট বাতিল হয় ৩৫ টি। তৃণমূল প্রার্থী ২০৫ ভোটে জেতেন।
ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় সিপিএমের অভিযোগ, শাসকদল তৃণমূল ব্যালটগুলি সরিয়ে দিয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।