খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, ঢাকা: ২৯ ঘণ্টার মধ্যে অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার বিকেলে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তামিম ইকবাল। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।
শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডাকে তাঁর বাড়ি গিয়েছিলেন তামিম। সেখানে তিন ঘণ্টা আলোচনা শেষে তামিম জানান যে, তিনি অবসর ভেঙে বেরিয়ে এলেন। তামিম বলেন, “প্রধানমন্ত্রী দুপুরে তাঁর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ওঁর সঙ্গে আমার অনেক ক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে খেলায় ফেরার নির্দেশ দিয়েছেন। আমি অবসর তুলে নিচ্ছি। সবাইকে না বললেও দেশের প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়।’’
প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর অবসর ঘোষণা করেন তামিম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য লিটন দাসকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। বিশ্বকাপের আগে তামিম অবসর ঘোষণা করায় সমস্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলালেন তামিম।