অগ্নিগর্ভ বাংলাদেশ, তার আঁচ পড়ল ভারতীয় আন্তর্জাতিক সীমান্তে

53

মালদা, ২১ জুলাই : ভারত বাংলাদেশ সীমান্তের এই মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ গাড়ি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশ। পিয়াজ সহ বিভিন্ন সবজি এবং পাথর রপ্তানি হয়। কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই অবস্থায় আন্তর্জাতিক এই সীমান্ত দিয়ে দুদিনের জন্য আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। এই সীমান্ত দিয়েই প্রতিদিন প্রায় পঞ্চাশ কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের। যা এখন ক্ষতির মুখে।

এদিকে একদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ তখন অন্যদিকে এই সীমান্ত দিয়েই বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া ঘরে ফিরছেন। বাংলাদেশের অগ্নিগর্ভ সেই পরিস্থিতির সেই আতঙ্কের ছবি নিয়েই ঘরে ফেরা পড়ুয়াদের। মহদিপুর এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন ১০০ জন করে পড়ুয়ারা ভারতে ফিরছেন। তার পাশাপাশি বহু বাংলাদেশী চিকিৎসার জন্য আসছেন ভারতে।