খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, জলপাইগুড়িঃ ট্রেনের বাথরুম থেকে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সোমবার হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতের নাম মহরম আলি ( ২৮ )। ট্রেনটি জলপাইগুড়ি টাউন স্টেশনে পৌঁছলে যাত্রীদের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করেন আধিকারিকরা।
জানা গিয়েছে ট্রেনের শৌচালয়ের দরজা বন্ধ করে বসেছিল সে। খবর পেয়ে রেল পুলিশ দরজা ভেঙে যুবককে গ্রেপ্তার করে। ধৃত মহরম বাংলাদেশের সিলেট শহরের বাসিন্দা। জেরায় সে জানিয়েছে ১৬ দিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে। তার কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না। ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। এই ঘটনার জেরে জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।