খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, ঢাকাঃ চতুর্থবার বিয়ে সারলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। চলতি বছর মে মাসেই তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ‘সারেগামাপা’-খ্যাত গায়কের। তাঁর উপর গার্হস্থ্য হিংসা, মাত্রাতিরিক্ত মাদক সেবন-সহ নানা অভিযোগ আনেন নোবেলের প্রাক্তন স্ত্রী। সেই ঘটনার ছয় মাসের মধ্যে চতুর্থ বার বিয়ে করলেন নোবেল।
নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। রবিবার সমাজমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিয়ের কথা জানান নোবেল। ফারজানা একজন ফুড ব্লগার। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। যদিও নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই রাতারাতি জনপ্রিয়তা পান নোবেল। তবে শোয়ের পরবর্তী সময়ে গানের থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করে তুমুল সমালোচিত হন। এমনকি টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগে মামলাও হয় তাঁর বিরুদ্ধে। ওঠে ধর্ষণের অভিযোগ। এছাড়াও নানা সময়ে সোশাল মিডিয়ায় ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন নোবেল।