মদ্যপ অবস্হায় বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার বাংলাদেশি গায়ক নোবেল

47

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, ঢাকাঃ মদ্যপ অবস্হায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশি গায়ক নোবেল। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঢাকার অদূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকার ঘটনা। স্হানীয়রা তাঁকে সাহায্য করতে গেলেও অসংলগ্ন আচরণ করতে থাকেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে।

অভিযোগ, বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন গায়ক। অসংলগ্ন কথা বলছিলেন নোবেল। যাঁরা গায়ককে বাঁচাতে এসেছিলেন তাঁদেরও অপমান করতে থাকেন। এরপর স্থানীয়রা নোবেলের প্রাথমিক চিকিৎসা করে তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন মইনুল আহসান নোবেল। তবে পরবর্তী সময়ে গানের থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করে তুমুল সমালোচিত হন নোবেল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছিল।

এমনকি আগাম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলাও হয়েছিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন সেবার। কিন্তু তাও হুঁশ ফেরেনি গায়কের। স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়।