খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, নয়াদিল্লি: অক্টোবর মানেই উৎসবের মরশুম। আর উৎসবের মরশুমে সবচেয়ে বড় প্রশ্ন, পুজোর মাসে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। সেখানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে যেমন রয়েছে উৎসব ও জাতীয় ছুটির দিনগুলি, তেমনই আছে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার। উৎসবের ক্ষেত্রে অবশ্যই রাজ্যভেদে ছুটিতে পার্থক্য রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের সম্পূর্ণ তালিকা:
১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী ও মহালয়া
৩ অক্টোবর- নবরাত্র স্থাপনা (রাজস্থান)
৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি
১০ অক্টোবর- দুর্গাপুজো, দশেরা
১১ অক্টোবর- অষ্টমী/ নবমী
১২ অক্টোবর- দশেরা/ বিজয়া দশমী
১৩ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
১৪ অক্টোবর- দুর্গাপুজো (সিকিম)
১৬ অক্টোবর- লক্ষ্মী পুজো (পশ্চিমবঙ্গ)
১৭ অক্টোবর- মহর্ষী বাল্মীকী জয়ন্তী (কর্ণাটক, অসম, হিমাচল)
২০ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
২৬ অক্টোবর- ফোর্থ স্যাটার ডে
২৭ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
৩১ অক্টোবর- দিওয়ালি ও কালীপুজো
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই তাঁদের আর্থিক কাজকর্ম করতে পারবেন। এ ছাড়াও, এটিএম পরিষেবাগুলিও সচল থাকবে, ফলে টাকা তোলার কোনও সমস্যা হবে না। সুতরাং, যারা ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ করতে চান, তাঁরা অবশ্যই আগে থেকে কাজ সেরে রাখুন।