নরেশ ভকত, বাঁকুড়াঃ দুঃস্থমেধাবী ছাত্রদ্বয়কে আর্থিক সাহায্যের হাত বাড়াল জেলা প্রশাসন। আবেদনের ভিত্তিতে দুজন দুঃস্থ মেডিক্যাল ছাত্রকে নির্বাচন করে বুধবার জেলা শাসকের দফতরে ডেকে তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। বাঁকুড়ার জেলা শাসক উমাশঙ্কর এস ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে ওই দুজন ছাত্রর পরিবারের হাতে এককালীন মাথাপিছু কুড়ি হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ছাত্রদের পরিবারকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সাহায্য করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ওই দুই মেধাবী ছাত্রর পারিবারিক অবস্থা অসচ্ছল বলে এধরণের উদ্যোগ।