খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে শুরু হলো বনমহোৎসব। শুক্রবার জলপাইগুড়ি তিস্তা উদ্যানে জলপাইগুড়ি পুলিশ সুপার এবং জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসকের হাত দিয়ে চারা গাছ রোপণের মাধ্যমে শুরু হয় উৎসব। এদিন জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পাঠ করা হয় তারপর বেলুন এবং শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। এই বিষয়ে বিভাগীয় বনাধিকারিক অয়ন ঘোষ বলেন, “এইবার আমরা গোটা রাজ্যে মোট ৫ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছি। এটা একটা প্রতীকী অনুষ্ঠান। আমাদের মূল লক্ষ্য বেশি করে বনসৃজন করা।”