শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করে বিশেষভাবে সক্ষমদের জন্য কাজ করে চলেছেন বংশীহারীর রুমানা

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, দক্ষিণ দিনাজপুর: শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করে বিশেষভাবে সক্ষমদের সরকারি সুবিধা পাইয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর যুবতী রুমানা খাতুন(৩২)।

রুমানার বাড়ি বংশীহারীর মহাবাড়ি পঞ্চায়েতের কাকিহার গ্রামে। তিনি নিজেই জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। উচ্চতা মেরেকেটে মাত্র তিন ফুট। বাবা মোজাম আলি এবং মা ওসামায়ারা বেগমকে নিয়ে তার বসবাস। পরিবারের মাত্র এক বিঘা জমিতে চাষবাস করেই অতিকষ্টে সংসার চালান তাঁর বাবা মোজাম। রুমানা নিজ দক্ষতায় ইতিমধ্যে সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটিতে স্থান করে নিয়েছেন।

রুমানা জানান, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনি প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে এক হাজার টাকা পান। সেই টাকা সংগঠনের কাজে জেলার নানা প্রান্তে ঘুরতেই শেষ হয়ে যায়। সপ্তাহে পাঁচদিনই সংগঠনের কাজে বাইরে যেতে হয়। জেলার বিশেষভাবে সক্ষম ভাইবোনদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে কাজ করার মাধ্যমেই নিজের তৃপ্তি খুঁজে পান তিনি। রুমানার মা ওসামায়ারা বেগম বলেন, ‘আমরা খুবই গরিব। অনেক চেষ্টা করেও বার্ধক্য ভাতা কিংবা আবাস যোজনার ঘর পাইনি। তাই ভাঙা বাড়িতেই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অতি কষ্টে বাস করি।’

সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সম্পাদক নারায়ন মোহন্ত বলেন, ‘রুমানা খুব কর্মঠ মেয়ে। তার পরিবার খুবই দরিদ্র।রুমানার কাজকর্মের নিরিখে তাকে জেলা কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে। এখন সে সংগঠনের ছেলে মেয়েদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে শুধু জেলা কেন, কলকাতা পর্যন্ত তাকে ছুটতে হয়। রুমানা একজন ভালো কর্মী এবং অবশ্যই আমাদের সংগঠনের এক অমূল্য সম্পদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

১৯০ মিটার কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল

মালদা, ৯ ফেব্রুয়ারিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল...

ঘুঘুমারিতে তোর্সা কাপের ফাইনাল ম্যাচের সুচনা করলেন অভিজিৎ দে ভৌমিক

কোচবিহার, ৯ ফেব্রুয়ারিঃ ৩১তম বর্ষের তোর্সা কাপের ফাইনাল ম্যাচ শুরু হল ঘুঘুমারিতে। এদিন তোর্সা সংঘের উদ্যোগে তোর্সা কাপ...

৯ বছরের মেয়েকে পৈতে দিয়ে সমাজে অন্যতম নজির গড়লেন ঘোষপাড়া এলাকার সিদ্ধান্ত পরিবার

মালদা, ৯ ফেব্রুয়ারিঃ বর্তমান যুগে ছেলে আর মেয়ের মধ্যে কোন তফাৎ নেই বরং এখন সব ক্ষেত্রেই ছেলেদের থেকে...

বন্ধ সিনেমা হলে আ*গুন লাগার ঘটনায় চাঞ্চল্য, আ*গুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

বীরভূম, ৯ ফেব্রুয়ারিঃ বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি মল্লারপুরের এক...