খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত। অক্টোবর মাসে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়।
এর পর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি, মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপাখালির বাসিন্দা নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকের সঙ্গে তল্লাশি চালাতে থাকে স্থানীয় কুলতলি থানার পুলিশ। শেষপর্যন্ত বাড়ির থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যেই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ।
রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে ৭ অক্টোবর একটি সিট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে।
শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার। মামলায় সাক্ষ্য দেন ৩৬ জন। শেষপর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। এদিনই ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।